টাঙ্গাইলে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার!

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উজালা হোটেলের সামনে রোববার (৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-যশোর জেলার সনিরামপুর উপজেলার বাঘডোব গ্রামের মো. কাশেম আলীর ছেলে মো. হাসানুর রহমান (২৯) ও একই উপজেলার সরসকাঠি গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. লিমন হোসেন (৩০)।রবিবার দুপুর র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব-কমান্ডার জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ এর একটি দল উজালা হোটেলের সামনে অভিযান চালায়। এসময় অভিযানে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাসানুর ও লিমনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-১২ আমার টাঙ্গাইলকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top