টাঙ্গাইলের তিনটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রেজিষ্ট্রেশন বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে শহরের সাবালিয়া এলাকার ট্রমা মেডিকেল শপ, মাস্টার মেডিসিন কর্ণার ও মুগ্ধ মেডিসিন কর্নারে অভিযান পরিচালিত হয়।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা আমার টাঙ্গাইলকে জানান, রেজিষ্ট্রেশনবিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে সাবালিয়ার তিনটি ওষুধের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ ধারা অপরাধে ২৭ ধারায় ট্রমা মেডিকেল শপকে ৪০ হাজার, মুগ্ধ মেডিসিন কর্নারকে ৫ হাজার ও মাস্টার মেডিসিন কর্ণারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।