টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আজ বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমান প্রধানের ছেলে সুরুজ মিয়া (৩০) ও হেলপার রাজশাহীর গোদাঘাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে গোলাম রব্বানী (৩০)। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা আমার টাঙ্গাইল কে জানান, যাত্রীবাহী একটি বাস সখিপুর থেকে গোড়াই যাচ্ছিলো। বিপরীত দিক থেকে সখিপুরগামী একটি কাভার্ড ভ্যান সড়কের বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছালে বাস ও কাভার্ড ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই পাশের খাদে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, আইনী পক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।