টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বল্লা সড়কের মূল্যবান সরকারি গাছ কেটে নেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
জানা যায়, বল্লা এলেঙ্গা সড়কে কালোহা মৌজার, পোষনা বন্ধু বাজারের পশ্চিমে রাস্তার দক্ষিণ পাশে ১০টি মেহগনি গাছ মোঃ আলমগীর ওরফে ওয়াদুদ পিতা জাফর উদ্দিন,গ্রাম হাসড়া। ছানোয়ার হোসেন নামে পৌজানের জনৈক স”মিল মালিকের কাছে ২৭ হাজার টাকায় গাছ বিক্রি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।এ বিষয়ে হাসড়া গ্রামের আলমগীরের ছেলে বলেন গাছ গুলি আমাদের জমির সীমানায় সাথে তাই ওই গাছ গুলি আমার বাবা বিক্রি করেছেন।গাছ ক্রেতা ছানোয়ার হোসেন বলেন হাসড়ার ওয়াদুত ১০টি মেহগনি গাছ আমার কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করেছেন, স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) বিষয়টি অবগত আছেন।তিনি আরো বলেন সরকারি রাস্তার পাশের গাছ গুলি আমি কিনে নিয়ে কাটতে শুরু করেছি, দুই দিনের মধ্যেই আমার কেনা গাছ গুলো কাটা শেষ করে সরিয়ে নিয়ে যাব।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বলেন, বিষয়টি আমি দেখবো, যদি সরকারি রাস্তার গাছ কেউ কেটে থাকেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।