২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা।বুধবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে সকালে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যানারসহ খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হয়। এসময় মানববন্ধনে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মধ্যরাতে ভোট ডাকাতির নির্বাচন ও জনগণের ভোটধিকার হরণ জনগণ মানে না।
মানববন্ধন চলাকালে টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, শ্রমিকদল টাঙ্গাইল শাখার সভাপতি ভিপি মনির প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইল -৫ সংসদীয় আসনের বিএনপি’র প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মধ্যরাতে ভোট ডাকাতির নির্বাচন জনগণ আর মানবে না। আমরা জীবন দিয়ে হলেও প্রতিহত করবো। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করা হবে।