গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার!

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে একটি সিএনজি পাম্পের পাশে সোমবার(৩ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. আবু হানিফ(৩৮) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার রহমতপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে।র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল ্যাব রাবনা বাইপাসে টাঙ্গাইল সিএনজি রিফুয়েলিং স্টেশনের পাশে অভিযান চালায়। অভিযানে ৮ কেজি গাঁজা সহ মো. আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ দুই হাজার ৬৬০টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় এক লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আবু হানিফকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top