ঢাকা থেকে টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে!

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে খুব শিগগিরই। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে। ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব রেললাইন ডাবল করা হবে; যাতে দুই লাইনে রেল চলাচল করতে পারে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সাধারণ মানুষের এখন রেলের প্রতি বেশি আগ্রহ; যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেদিকে নজর দেওয়া হবে। তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেন না করে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top