একের রক্ত অন্যের জীবন- রক্তই হোক আত্মার বাঁধন ” এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপি ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দাড়িয়াপুর ব্লাড ডোনেশন ক্লাব এ ক্যাম্পের আয়োজন করে। শাহাবুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইউনিয়নের দুই শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, শাহাবুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি, সহকারি প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন , বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ই্উনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনোর রহমান খোকন, ক্লাবের সমন্বয়ক ফিরোজ মাহমুদ, আসিফ আহমেদ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।