ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের গণপরিবহন মালিক ও শ্রমিকরা।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে এ জেলার সব গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানান জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি।তিনি বলেন, ‘বাঁচার তাগিদে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছি। কেন্দ্রীয় কমিটির সম্মতি অনুসারে জেলা ও আঞ্চলিক মালিক আর শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আগামীকাল সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এ জেলার বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ সব ধরনের ডিজেলচালিত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’