সিরাজগঞ্জ-৬ উপ-নির্বাচন: জয়ী আ’লীগের কবিতা!

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (লাঙল) মনোনীত মো. মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরযান) পেয়েছেন ৩৪৩ ভোট। সে হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে আ’লীগ প্রার্থী ২০৭ গুণ বেশি ভোট পেয়েছেন।মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার ও রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

মো. ফরিদুল ইসলাম জানান, উপ-নির্বাচনে ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ১৬০টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৪৫৮ জন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটদানের হার ২৬.৪৯ শতাংশ।

চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকারদলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top