টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন: আজাদ বিজয়ী!

টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের উপনির্বাচনে ২ হাজার ২৬৬ ভোট পেয়ে জহুরুল ইসলাম আজাদ (পানির বোতল মার্কা) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন (ডালিম মার্কা) পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা এএইচমএম কামরুল হাসান আমার টাঙ্গাইল কে নিশ্চিত করেছেন।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ২ নভেম্বর মঙ্গলবার উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এই ওয়ার্ডের দুটি কেন্দ্র দুই ম্যাজিষ্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।টাঙ্গাইলের জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ৭ হাজার হাজার ২৭৬ জন ভোটারের মধ্যে চার হাজার ৯৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে জহুরুল ইসলাম আজাদ (পানির বোতল) পেয়েছেন ২ হাজার ২৬৬ ভোট, মোশারফ হোসেন (ডালিম) পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট, মীর মঈনুল হক লিটন (উটপাখি) পেয়েছেন ৭২৫ ভোট, হাবিবুল হাসান কনক (পাঞ্জাবি) পেয়েছেন ১০ ভোট ও খন্দকার নুর আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৬ ভোট। এছাড়াও ৩১ টি ভোট বাতিল হয়েছে।

উল্লেখ্য যে,গত ২০ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top