ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অর্ধশত মোটরসাইকেল আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ট্রাফিকের টিআই (প্রশাসন) খাইরুল হাসান সরকারের নেতৃত্বে কালিয়াকৈর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশত মোটরসাইকেল আটক করেন। পরে ২০টি মোটরসাইকেলের কোন রেজিস্ট্রেশন পত্র না থাকায় সেসকল মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেন পুলিশ।গাজীপুর জেলা ট্রাফিকের টিআই (প্রশাসন) খাইরুল হাসান সরকার বিষয়টি আমার টাঙ্গাইলকে নিশ্চিত করে জানান, অবৈধ মোটরসাইকেল রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।