টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আমার টাঙ্গাইল কে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‘মরদেহটি একজন গৃহকর্মীর। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেয়েটির বিভিন্ন স্থানে পোড়া ক্ষতসহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন ও মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মুসা ঘটনাস্থল পরিদর্শন করেন।সার্কেল এএসপি এস এম মুসা আমার টাঙ্গাইলকে বলেন ‘এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।মামলার তদন্ত চলছে। আশাকরি দ্রুত নিহতের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’