টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।আজ মঙ্গলবার ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী ছায়েদ আলী খান (৬০) নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের বাসিন্দা।
আহত বাসযাত্রী আমিনুল ইসলাম জানান, তিনি নওগাঁ থেকে ওই বাসে ঢাকা যাচ্ছিলেন। গাড়িচালক বেপড়োয়াভাবে বাসটি চালাচ্ছিল। পরে বাসটি সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।
টাঙ্গাইল ফায়ারসার্ভিসের উপসহকারি পরিচালক মো.আলাউদ্দিন আমার টাঙ্গাইলকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।