টাঙ্গাইলের দেলদুয়ারে ডুবাইল এলাকার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মমতাজ মিয়া (৩৫) নামে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মমতাজ মিয়া দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। তবে ট্রাকচালকের সহকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিন ভর্তি ট্রাকটি ডুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। সামনে থাকা অপর একটি ট্রাক ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রাকটি সড়ক বিভাজনের উপরে উল্টে যায়। মাইক্রোবাসটিও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক মমতাজ মিয়া ও তার সহকারী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।ওসি মো. আজিজুল হক জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের স্বজনা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।