পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দুপুরে ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড!

অস্ট্রেলিয়া সিরিজ শেষে দুই সপ্তাহের বিরতি। এবার আবারও শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যস্ততা। কারণ, ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে খেলার জন্য আজ দুপুরেই ঢাকায় এসে পৌঁছাবেন কিউই ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া এসেছিল চাটার্ড ফ্লাইটে করে। তবে নিউজিল্যান্ড ক্রিকেটাররা চাটার্ড ফ্লাইট নয়, আসছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে। আজ দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর ইমিগ্রেশন শেষ করে দ্রুত তারা গিয়ে উঠবেন টিম হোটেলে।এদিকে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে নিজেদের দেশে না গিয়ে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছে গেছেন। এসেই তারা তিনদিনের রুম কোয়ারেন্টাইন করেন। আজ কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছেন তার। তাদের সঙ্গে কোযারেন্টাইন মুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের দুই পর্যবেক্ষকও।

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১৭ আগস্ট একজন এবং অন্যজন ২০ আগস্ট ঢাকা এসে পৌঁছান। বিসিবি জানিয়েছিল, এই দুই পর্যবেক্ষক কোয়ারেন্টাইন মুক্ত হওয়ার পর তাদেরকে হোটেল ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে এবং কিউই ক্রিকেটাররা আসার আগেই তারা দু’জন সব পর্যবেক্ষণ করবেন।মিরপুরে ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চার ম্যাচ।
অস্ট্রেলিয়া এসেছিল চার্টার করা ফ্লাইটে। তাদের প্রতিবেশী নিউজিল্যান্ড অবশ্য আজ মঙ্গলবার ঢাকায় নামছে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই। করোনা পরীক্ষায় উতরে গেলে ২০ সদস্যের এই দলটি হোটেলে তিন দিন কোয়ারেন্টিনের পর অনুশীলন করবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের সব ম্যাচ।এদিকে তিনদিন নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন করা বাংলাদেশ দলের সদস্যরাও আজ হোটেলে উঠছেন। সফরকারীদের মতো তারাও তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবেন মিরপুরে।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল দেশে ফিরছেন সাকিব আল হাসানও। বিসিবির প্র্যাকটিস সূচিতে বাংলাদেশের দলের জন্য মিরপুর বরাদ্দ হয়েছে ২৮ আগস্ট। তাতে কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে প্রথম অনুশীলনেই যোগ দিতে পারবেন সাকিব।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top