জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা এবং ১১টি পৌরসভাসহ সব কলেজ শাখার কমিটি সোমবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় ওরফে শুভ এবং সদস্য সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আহ্বায়ক দুর্জয় হোড় শুভ আমার টাঙ্গাইল কে জানান, উপজেলা, পৌরসভা এবং কলেজগুলো কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। সংগঠনকে গুছিয়ে তোলার জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই ওই ইউনিট গুলোর নতুন কমিটি গঠন করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর দুর্জয় হোড় শুভকে আহ্বায়ক ও মো. আব্দুল বাতেনকে সদস্য সচিব করে বুধবার (২৪ মার্চ) নয়া আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
কমিটির অন্যরা হচ্ছেন- যুগ্ম-আহ্বায়ক সাজ্জাত কবির সুমন, তানভীর আহমেদ শাহীন, শাকিলুর রহমান শাওন, মো. সুমন বাপ্পী, শিকদার রহমান মাজেদুর রহমান, মো. আতিকুর রহমান সোহান, মো. সাব্বির হোসেন (সম্রাট) পাহেলী, মো. ইশতিয়াক আহমেদ ইমন, আবিদ হাসান (নুর আলম), মো. রাশেল মিয়া, মো. লুৎফর রহমান চঞ্চল, হাসান আলী, মাসুদ রানা, মো. রানা আহমেদ, আল আমিন সরকার, মো. নুর নবী, মো. রাকিব হোসেন, মো. রাইসুল ইসলাম রুবেল, মো. জুলকার নাঈম শিশির, মো. বেলায়েত হোসেন, মো. কায়ছার রহমান লিমন, মীর নাইম, রেজাউল খান বাবু।
সদস্যরা হচ্ছেন- মো. সোলাইমান, খন্দকার আমিরুল ইসলাম শুভ, সুজন মাহমুদ, আল আমিন রহমান প্রিন্স, মো. সবুজ মিয়া, মো. হোসেন খান জর্জ, আসিফ খান মুন্না, নুর আলম মুন, মো. সাদ্দাম হোসেন মিলন, সোহানুর রহমান সোহান, আজাদ মিয়া, তারিকুল আলম তাবাসুম, নাঈম চৌধুরী রাব্বী, মো. আমিনুর ইসলাম শুভ, মো. রোকন খান, মীর নাজমুল, সাফফাত হোসেন আবির, ইয়াসির আরাফাত সুইট, মো. আলমগীর হোসেন, সিহাব আল কায়েস, সাজ্জাত হোসেন রিফাত, মামুন মিয়া, আল হেলাল, সোলায়মান মিয়া, আল আমিন আকাশ, ইব্রাহীম বাদশা, সিয়াম সিদ্দিকী, নাইম চাকলাদার, আব্দুল আউয়াল মিয়া, শহীদুল ইসলাম নিরব, আরাফাত হোসেন সিনহা সিয়াম, সুমন মিয়া, শাহ আসিফ কামাল তৌসিফ, মো. আমির হামজা, মো. ফরিদ খান, ও মাহিদ মাহমুদ