টাঙ্গাইলে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে কালিহাতী উপজেলার ভূক্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভূক্তা এলাকার মৃত আব্দুল হালিম ব্যাপারীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে শিপু হোসেন (৩০)।র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল রাজস্ব স্ট্যাম্প লাগানো ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।দীর্ঘদিন ধরেই সরকারি শুল্ককর ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় তারা এসব বিড়ি বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করা হয়েছে।