দীর্ঘদিন অসুস্থ থাকার পর টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালপুর ঝাওয়াইল ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হবি আজ মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন যাবৎ কারানির্যাতিত পরবর্তীতে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ইউনিয়ন বিএনপির শোকে বিহ্বল হয়ে পড়েছে। ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুর রহমান টুটুল আমার টাঙ্গাইল কে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ রোগাক্রান্ত থাকায় অকালেই আমরা হারালাম একজন অভিভাবক ও সাহসী জাতীয়তাবাদী নেতৃত্বকে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অত্র নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তার মৃত্যুর সংবাদ শুনে তৎক্ষণাৎ টাঙ্গাইল সদর হাসপাতালে ছুটে আসেন।
গোপালপুর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লেনিন গোপালপুর ও ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি'র সকল নেতৃবৃন্দকে মরহুমের জানাজায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।