লকডাউন খুলে দিতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টানা ১৭ দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলতে শুরু করেছে গণপরিবহণ। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।

বৃহস্পতিবার মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকেই করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলছে।

তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম আমার টাঙ্গাইলের নিকট যানজটের বিষয়টি  তাদের নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। আতঙ্কিত হবার মতো কিছু হয়নি। আশা করি এই কোরবানি ঈদে ঘরমুখী যাত্রীদের কোন ধরনের দুর্ভোগ পোহাতে হবে না। যানবাহন নিয়ন্ত্রণে এবারে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top