দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকা শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল রোববার (২০ জুন) করোনা প্রতিরোধ কমিটির সভায় ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়।