টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (২০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতি ও জেলা প্রশাসক ড. আতাউল গনি এ ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেটসহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ছাড়া গণ পরিবহন, রিকশা, ইজিবাইক, সিএনজিসহ সব যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১৫৩ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কালিহাতীতে ১৭ জন, ঘাটাইলে ৯ জন, সখিপুরে চারজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১০৯ জন। মৃত্যুবরণ করেছেন ৯৮ জন।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top