টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া অসুস্থ বিরল প্রজাতির হনুমানটিকে চিকিৎসা শেষে মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম।
এর আগে বুধবার (৯ জুন) বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় একটি বাড়িতে পড়েছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে বিকেলে ডুবাইল এলাকায় গিয়ে হনুমানটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। রাত ৯টায় বিভাগীয় বনকর্মকর্তার অনুমতিতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় এটিকে।
উল্লেখ্য, কয়েকদিন আগে হঠাৎ করেই ডুবাইল এলাকায় ব্যবসাইয়ী মামুন মিয়ার বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে বাড়িটিতে। কেউ কেউ কলা-পাউরুটিও খেতে দেয় হনুমানটিকে।
গত ৭ জুন হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর প্রাণীটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে হনুমানটি। হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন ওই ব্যবসায়ী। এরপর দুইদিন ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোনো সহায়তা পাননি তিনি।
বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়।